পুনর্বাসন না করে হকার উচ্ছেদ বন্ধ এবং হকারদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
আজ বুধবার বেলা ১২টার দিকে এই বিক্ষোভ সমাবেশ হয়।
এ সময় হকার নেতারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন পুনবার্সন ছাড়া যাতে হকারদের উচ্ছেদ না করা হয় কিন্ত সিটি কর্পোরেশন ও পুলিশ প্রসাশন আমাদের উচ্ছেদ করে দিচ্ছে। যার ফলে আমাদের পেটে লাথি পরেছে। আজকে মাসের ২৮ তারিখ। দুই দিন পর বাসা ভাড়া, ছেলে মেয়ের স্কুলের বেতন কোথায় থেকে দিব?’
‘আমরা চুরিচামারি করে খাই না। কোনো মিছিল-মিটিং করি না। ক্ষমতায় আনা-নেয়ার জন্য কারো পক্ষে অবস্থান নিই না। রাস্তায় রাস্তায় হকারি করে খাই। তারপরেও আমাদের উপর এত অত্যাচার কেন?’
তারা আরো বলেন, ‘হকার উচ্ছেদের আগে আমাদের পুনর্বাসন ও পুনর্বাসন নীতিমালা তৈরি করতে হবে। তা না করলে জীবন দিয়ে হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে পরিবারের সবাইকে নিয়ে রাজপথে বসবো।’