ইজতেমা মাঠে তাবলীগ জামাতের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দান ও তদসংলগ্ন এলাকায় আজ বুধবার ভোর ৫টা থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে গাজীপুর মহানগর পুলিশ। একইসাথে মাঠের সংরক্ষণ প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।

জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী ইজতেমা ময়দানে শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে অত্র মাঠ এবং মাঠের আশপাশ এলাকায় এখন থেকে (২৭-০২-২০১৯ ইং তারিখ ভোর ৫টা হতে) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইনের ৩০ ও ৩১ ধারামূলে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ এবং ওই মাঠ প্রশাসনের নিকট সংরক্ষণ করা হলো। কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইমদাদুল হক জানান, বুধবার ভোরে কাকরাইলে তাবলীগ জামাতের দুই পক্ষের উত্তেজনার প্রেক্ষিতে ইজতেমা ময়দানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এখন পর্যন্ত ইজতেমা ময়দান প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। ময়দানে তাবলীগ জামাতের কোনো পক্ষকেই এখন পর্যন্ত কোনো ধরনের তৎপরতা চালাতে দেখা যায়নি।

কাকরাইল মারকাজ মসজিদ ও ইজতিমা ময়দান দুইভাগে বিভক্ত করতে কাকরাইলে তাবলীগ জামাতের দায়িত্বশীল দুই পক্ষের প্রস্তুতি ও মতবিরোধ চলছে বলে জানা গেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top