কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আজ বুধবার সকাল পৌণে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তর পাড়া এলাকার মৃত কাজী আব্দুর মান্নানের ছেলে কাজী রফিকুল ইসলাম (৬০), মৃত জিল্লুর রহমানের ছেলে মহরম আলী (৭৫) ও মৃত হায়দার আলীর ছেলে আব্দুল মতিন (৬৫)।
আটক কাভার্ডভ্যান চালক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের আলী আকবরের ছেলে দুদু মিয়া (৫১)।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (পরিদর্শক) মো: মনিরুল ইসলাম জানান, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চলাচলরত তিনজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তাদের। পরে আমরা কাভার্ডভ্যান সহ চালককে আটক করি।’
এ ঘটনায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধ ও পথচারী হত্যার ধারায় হাইওয়ের ইলিয়টগঞ্জ ফাঁড়ি পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেছে।