ভারতে বিমানবাহিনীর উইং কমান্ডার অরভিন্দ সিং আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দেশটির প্রায়াগরাজে বিমান বাহিনীর আবাসিক এলাকায় নিজের সরকারি বাসভবনে একটি ডাবল ব্যারেল বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন অরভিন্দ।
বার্তা সংস্থা এনএনআইয়ের বরাত দিয়ে জিও নিউজের খবরে প্রকাশ, উইং কমান্ডার অরভিন্দ সিং সেন্ট্রাল এয়ারফোর্স কমান্ডের গণসংযোগ কর্মকর্তা ছিলেন।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা সম্ভব হয়নি। কোনো সুইসাইড নোটও পায়নি পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা ধুমানজঞ্জ সন্দ্বীপ মিশ্রর বরাত দিয়ে ভারতীয় মিডিয়ার খবরে প্রকাশ, ৪৩ বছর বয়সী অরভিন্দ পরিবার ও চাকরি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
প্রাথমিক তদন্তে তার স্ত্রী পূজা জানিয়েছেন, কর্মস্থলের কারণে অরভিন্দ মানসিক চাপে ছিলেন।
ঘটনাটি এমন সময় ঘটলো ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। দুই পক্ষ থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের খবর পাওয়া যাচ্ছে।