রাজধানীর পাশে আশুলিয়ায় একটি নির্জন শাখা সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর হাত, পা ও মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার কাঠগড়া-জামগড়া শাখা সড়কের নির্জন জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, গতকাল দুপুরে কাঠগড়া-জামগড়া শাখা সড়কের পাশে বস্তা থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে হাত, পা ও মস্তকবিহীন অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, দুর্বৃত্তরা ওই নারীকে অন্যত্র হত্যার পর বস্তাবন্দী করে গভীর রাতে নির্জন এ স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।