যুদ্ধ শুরু: জরুরি বিমানবন্দর বন্ধ করেছে ভারত-পাকিস্তান : সুষমা স্বরাজ বললেন যুদ্ধ চাননা

আজ পাকিস্তানের পেশোয়ার বাচা খান বিমানবন্দরে সাধারণ বিমান উড্ডয়ন বন্ধ করে দিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরটি সামরিক কাজে ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে ভারত যুদ্ধের আবহে দেশের একের পর এক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে৷ লেহ্, জ্মমু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ধর্মশালা, চন্ডীগড়, দেরাদুনে বিমানবন্দর বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা  কয়েকগুণ বাড়িয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷

পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, বুধবার বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরণের বাণিজ্যিক ও সাধারণ বিমান ওঠা-নামা স্থগিত করেছে। বন্দরটি এখন দেশটির বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমান বাহিনীর অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে ডন নিউজ টিভি জানিয়েছেন, ইতিমধ্যে বিমানবন্দরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে পাকিস্তান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিকালে যাত্রীবাহী বিমান পিকে-২৭০ বাতিল করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পিকে-৭০৯ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এই বিমান দুটি শীঘ্রই উড্ডয়ন করতে পারে বলে জানানো হয়েছে।

ভারতের  অমৃসর এযারপোর্ট ডিরেক্টর এপি আচার্য্য় সংবাদ সংস্থা এএনআই-কে জানান, এই মুহূর্তে নিরাপত্তার কারণে অমৃতসরের কমার্সিয়াল বিমানের আসা-যাওয়া বন্ধ রাখা হয়েছে৷

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা চীনের কাছে অনুরোধ জানিয়ে বলছে, ভারত মারাত্বক যুদ্ধে অংশ নিতে চায়না। পাকিস্তানকে বুঝানোর জন্যও অনুরোধ করেন সরাজ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top