সোশ্যাল মিডিয়ায় সুন্দরী নারীদের ফাঁদ! একাকীত্বের সুযোগ নিয়ে চ্যাটবক্সে যৌনতার সুড়সুড়ি! ভারতীয় সৈন্যদের বিপথে চালনা করতে এবার ছলনার আশ্রয় নিচ্ছে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে ভারতীয় নারীদের নামে ফেক প্রোফাইল বানিয়ে সেনা সৈন্যদের ফাঁসানোর চেষ্টা চলছে। প্রেমের ফাঁদে ফেলে সৈন্যদের কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা চলছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এমন তথ্য পেয়ে তাদের আধা সামরিক বাহিনীকে সতর্ক করে দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
ভারতীয় একটি নিউজ পোর্টালের তথ্যে সেনাবাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পাকিস্তানি গুপ্তচর সংস্থার চর ফেসবুকে ফেক প্রোফাইল খুলছে। সুন্দরী ভারতীয় নারীদের ছবি ও নাম ব্যবহার করে খোলা হচ্ছে প্রোফাইল। সেই প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে ভারতীয় সৈন্যদের। তারপর চেষ্টা করা হচ্ছে তাকে প্রেমের ফাঁদে ফাঁসানোর। হাতিয়ার সেক্স-চ্যাট।
ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্রের তরফে জানানো হয়েছে, “একটি সন্দেহজনক ফেসবুক প্রোফাইল থেকে একাধিক সেনা কর্মকর্তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর খবর আমরা পাই। তারপরই পুরো বিষয়টা খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায় পাকিস্তানের গুপ্তচররা ফেক প্রোফাইল বানিয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে।” এই তথ্য জানার পর সেনাবাহিনীর তরফে কর্মকর্তাদের সতর্কবার্তাও দেয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি, কর্মকর্তাদের তরফে সেনা সৈন্যদের স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে এই ধরনের প্রোফাইলগুলি এড়িয়ে চলতে।
খবরে বলা হয়, কিছুদিন আগেই পাকিস্তানের পাতা এই হানি ট্র্যাপে পা দিয়েছিলেন সোমবীর নামের এক সৈন্য। সুপরিকল্পিতভাবে ফাঁদ পেতেছিল পাকিস্তান। আইএসআই-এর এক চর সুন্দরী নারী সেজে সেনা সদস্যকে নিজের মোহজালে ফাঁসানোর পরিকল্পনা করেছিল। আর সেই ফাঁদে পা দিয়েই দেশের ক্ষতি করে ফেলেছেন ভারতীয় সৈন্য। সেনা সদস্যদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিশেষ কিছু নিয়মাবলী আছে। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাইলেও পরিচয় গোপন রাখতে হয়। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফুল ইউনিফর্ম পরা ছবি দেয়াও নিষিদ্ধ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই নিয়ম মানা হচ্ছে না। ভবিষ্যতে এ বিষয়ে কঠোর পদক্ষেপ করার ভাবনা চিন্তা করছে ভারতীয় সেনাবাহিনী।