ঘুষের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এবার অভিনব এক প্রতিবাদ জানিয়েছেন ভারতের মধ্য প্রদেশের এক কৃষক। ঘুষের বদলে নিজের মোষটিকে দিয়ে এলেন তিনি।
জানা গেছে, টিকমগড়ের কৃষক ৭০ বছর বয়সী লক্ষ্মী যাদব একটি জমি মিউটেশনের আবেদন জানিয়েছিলেন। ওই কাজটি করে দিতে রাজস্ব বিভাগের এক কর্মকর্তা ঘুষ চেয়েছিলেন তার কাছে। সুনীল বর্মা নামের ওই কর্মকর্তা ১ লাখ টাকার নিচে ওই কাজটি করতে পারবেন না বলে জানান। প্রতিবাদে গত শনিবার অফিসের বাইরে রাখা সুনীল বর্মার জীপের সাথে নিজের মোষটিকে বেধে দেন লক্ষ্মী যাদব।
কৃষক লক্ষ্মী যাদব বলেন, ওই অফিসার আমার কাছে এক লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। ৫০ হাজার টাকা দিয়েছি। আমার কাছে আর টাকা নেই। তাই আর কী করবো? মোষটি ওই অফিসারকে দিয়ে দিয়েছি।
তবে বেগতিক অবস্থায় পড়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুনীল। তিনি বলেন, যাদব নাটক করছেন।
এদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন টিকমগড়ের জেলাশাসক সৌরভকুমার সুমন।