দুবাইগামী বিমান ছিনতাই চেষ্টাকারী কমান্ডো অভিযানে নিহত যুবক ‘পলাশ’ র্যাবের তালিকাভুক্ত অপরাধী বলে জানিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র (এএসপি) মো. মিজানুর রহমান ভুঁইয়া বাসসকে জানান, র্যাবের ক্রিমিনাল ডাটাবেইজ অনুযায়ী ওই যুবকের নাম মো: পলাশ আহমেদ। নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে তিনি। তার সিট নম্বর ১৭-এ। সে ঢাকা-চট্টগ্রাম আভ্যন্তরীণ রুটের যাত্রী ছিল।
গতকাল রোববার রাত সাড়ে ৮টায় এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান সাংবাদিকদেরকে জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পারি স্ত্রীর সঙ্গে বিবাদের জের ধরে ওই যুবক বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার ৫টা ১৩ মিনিটে উড্ডয়ন করে। পরে বিকেল ৫টা ৪১ মিনিটে উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমান ছিনতাই চেষ্টাকারী সন্দেহভাজন ওই যুবককে ধরতে কমান্ডো অভিযান পরিচালিত হয়।
সূত্র : বাসস