সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহীন বনে র্যাব-৮ এর সাথে কথিত বন্দুকযুদ্ধে কুখ্যাত বনদস্যু আরিফুল বাহিনীর প্রধান আরিফুল ইসলামসহ ৪জন নিহত হয়েছেন।
র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম মোবাইলে জানান, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা নতুন করে আবার দেখা দেয়ায় সেখানে র্যাব টহল জোরদার করা হয়। গোপন খবরের ভিত্তিতে র্যাব রোববার রাতে সুন্দরবনে অভিযান শুরু করে। অভিযানকারী দলটি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় টহল শুরু করলে বনদস্যু আরিফুল বাহিনী র্যাবকে উদ্যেশ্য করে গুলি ছুড়তে শুরু করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়তে থাকে। এভাবে বেশ কিছু সময় বন্দুকযুদ্ধ চলার পর বনদস্যু দল পিছু হটে বনের গহীনে আত্মগোপন করে।
তিনি আরো বলেন, পরবর্তীতে র্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে ৪ জনের লাশ ও দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। এসময় আশপাশের মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা নিহত ৪ জনের মধ্যে আরিফুল বাহিনীর প্রধান আরিফুল ওরফে রাজুসহ তার বাহিনীর সদস্যরা রয়েছে বলে র্যাবতে তারা জানান। এ ব্যাপারে বাগেরহাটের মংলা থানায় মামলা দায়ের করাসহ নিহতের লাশ ও গোলাবারুদ হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।