দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন আফগান ক্রিকেটাররা। আগের ম্যাচে রানের বিশ্বরেকর্ডের পর এবার লেগস্পিনার রশিদ খান টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো নিলেন টানা ৪ বলে ৪ উইকেট।
পুরো ক্রিকেট ইতিহাসেই এটি দ্বিতীয় ঘটনা। তবে টি-টোয়েন্টিতে প্রথম। ওয়ানডেতে একবার এই কীর্তি গড়েছিলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই কীর্তি মালিঙ্গার।
রোববার এই রেকর্ড গড়লেন আফগানদের তারকা লেগস্পিনার রশিদ খান। রোববার রাতে দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নিয়েছেন তিনি।
ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে কেভিন ও’ব্রায়েনকে দিয়ে শুরু। পরের ওভারের প্রথম তিন বলে টানা জর্জ ডকরেলন, শেন গেটকাটে আর সিমি সিংকে আউট করেন রশিদ খান। সবমিলিয়ে টানা চার বলে হয়ে যায় চার উইকেট। আর ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৭ রান খরচায় ৫ উইকেট নেন আফগান এই লেগস্পিনার।
এই ম্যাচেও আগে ব্যাট করে ২১০ রান করা আফগানিস্তান জয় পেয়েছে ৩২ রানে। ২১০ রানের জবাবে আইরিশরা ১৭৮ রানের বেশি তুলতে পারেনি। এর ফলে তারা তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ডকে।