সীতাকুণ্ডে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে ট্রাকচাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সোমবার ফজরের নামাজের সময় ভাটিয়ারী বানুবাজার বায়তুল আমান জামে মসজিদে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ ফরিদুল ইসলাম কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়য়ের (আইআইইউসি) কুরআনিক সাইন্সের ৫ম সেমিস্টারের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বানুবাজার বায়তুল আমান জামে মসজিদে ফজরের নামাজের সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের বারান্দায় ঢুকে পড়ে। এতে ফরিদুল ইসলাম (২৬) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত ফরিদের গ্রামের বাড়ি কক্সবাজার চকোরিয়া থানার রায়পুর এলাকায়। তার পিতার নাম মৃত নুর মোহাম্মদ।
বার আওলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবীব বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ফরিদুল ইসলামের লাশটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।