স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন গনতন্ত্রের অন্তরায়, উপজেলা নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নিরীক্ষার মাধ্যমে জয়ী হয়ে পদে আসীন হবে, কেউ যেন পিছনের দরজায় কিংবা আচরন বিধি ভুন্ডল করে নির্বাচনী জয়ী হতে না পারে।
পঞ্চম উপজেলা পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সোমবার বিকালে আইন-শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে “পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়” সভায় রেঞ্চ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান, ময়মনসিংহের জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলা ও ঢাকা বিভাগের কিশোরগজ্ঞ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন সংশিষ্ট সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।