বান্দরবানে বজ্রপাতে পুত্রবধু নিহত, শাশুড়িসহ আহত ৩

বান্দরবানে বজ্রপাতে একই পরিবারের একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এছাড়া ঝড়ে শতাধিক বাড়ি ঘর বিধস্ত হয়েছে। বিপর্যস্ত হয়ে পরেছে বিদ্যুৎ সরবরাহ। সোমবার সকালে জেলা শহর ও পাশ্ববর্তী এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়।

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তদন্ত কেন্দ্র সংলগ্ন দক্ষিণ বাইশারী গ্রামে বজ্রপাতে আলী আকবরের পরিবারের পুত্রবধূ জান্নাত আরা (২৩) নিহত হন। এ সময় আহত হন আলী আকবরের ন্ত্রী মরিয়ম বেগম (৫০), ছেলে এরশাদ উল্লাহ্ (৩০) ও অপর পুত্র বধু আসমা বেগম (২২)।

বাইশারী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম হাবিবুল ইসলাম জানান সকাল ৯ টার দিকে ঘরের চালের ওপর টিনের কাজ করছিল আলী আকবরের ছেলে এরশাদ উল্লাহ। এ সময় ঘরের বাইরে ওঠানে কাজ করছিল অন্যান্যরা। হঠাৎ বজ্রপাত শুরু হলে বজ্র ঘরের ওপর পরে। এ সময় আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদগা বেসরকারী হাসপাতালে নেয়ার সময় জান্নাত আরা মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আলী আকবর জানান, তিনি বজ্রপাতের সময় ঘরের বাইরে কাজে ছিলেন। খবর পেয়ে সেখানে ছুটে যান।

এদিকে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে জেলার বাঘমারা, রাজবিলা, রোয়াংছড়ি, লামাসহ বিভিন্ন এলাকায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সকাল থেকে জেলা শহর ও রুমা, রোয়াংছড়ি ও থানছি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সঞ্চালন লাইনের ওপর গাছ পালা ভেঙ্গে পরায় বিদ্যুতের তার বিভিন্ন জায়গায় ছিড়ে গেছে। এছাড়া জেলার কয়েকটি স্থানে হালকা শিলা বৃষ্টিও হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top