ময়মনসিংহে ছয় বছর বয়সী এক শিশুকে হত্যঅর অভিযোগে বাবা ও সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, আগের স্ত্রী খাদিজা বেগম বর্তমান থাকার পরও সম্প্রতি মুন্নি বেগমকে বিয়ে করেন সুফিয়ার বাবা আবদুস সালাম। এ নিয়ে দ্বন্দ্বের জেরে মেয়ে সুফিয়াকে সৎমা ও বাবার কাছে রেখে খাদিজা চলে যান তাঁর বাবার বাড়িতে। এদিকে, বিয়ের পর থেকেই শিশু সুফিয়াকে সহ্য করতে পারছিলেন না সৎমা।
গতকাল রোববার বিকেলে আদালতের নির্দেশে আসামি বাবা আবদুস সালাম ও সৎমা মুন্নি বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গত শনিবার রাতে উপজেলার চরখরিচা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে মুন্নির পরামর্শে প্রতিবেশী ইলিয়াসের বাঁশঝাড়ে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে সুফিয়াকে হত্যা করেন সালাম।
২৩ ফেব্রুয়ারি বাঁশঝাড় থেকে সুফিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সুফিয়ার মা খাদিজা বেগম স্বামী আবদুস সালাম ও সতিন মুন্নি বেগমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।