বরগুনার বেতাগীতে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। এছাড়াও নিহত ব্যাক্তির সাথে থাকা আরো দুইজন আহত হয়েছে । সোমবার সকাল ৭টায় বেতাগীর বিষখালী নদীর তীরে ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার হাট মোকামিয়া গ্রামের মৃত. মো. শামসুল আলমের ছেলে মোঃ আবুল কালাম(৪৫) বজ্রপাতে নিহত হন।
নিহত ব্যক্তির সাথে থাকা আহত আবদুর রহমানের সাথে কথা বললে আরো জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার রাত ৩টার দিকে উক্ত গ্রামের দুইজন জেলে কালাম ও রহমান বিষখালী নদীতে মাছ শিকারে গেলে সকাল ৫টার দিকে হঠাৎ অস্বাভাবিক ঝড়ো হাওয়ার কবলে পরে, এরই প্রেক্ষিতে মাছ ধরার নৌকা নিয়ে মাঝ নদী থেকে তীরে নিয়ে আসার চেষ্টা চালানোর মূহুর্তে সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাতের দেখা মিলে এ সময় বজ্রপাতে আবুল কালাম নিহত হয় এবং সাথে থাকা আবদুর রহমান আহত হন। আহত আবদুর রহমান একই গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে ।
ইতোমধ্যে, উক্ত মর্মান্তিক ঘটনায় বেতাগী উপজেলা পরিষদ থেকে নিহতর পরিবারকে আর্থিক সহযোগীতা করার জন্য এগিয়ে এসেছে বলে জানা গেছে।