অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক চলছে

রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় আজ সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

এ উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

এরআগে পুরান ঢাকার চকবাজার এলাকায় চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে গতকাল সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ বৈঠকের শুরুতেই নিহতদের রূহের মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার।

প্রস্তাবে স্পিকার বলেন, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) চকবাজারে ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুবরণকারীদের প্রতি জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। জাতীয় সংসদ মৃত্যুবরণকারী ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সাথে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করছে।

এ সময় তিনি শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণের জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান। এরপর প্রস্তাবটি গৃহীত হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top