আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

সাভারের আশুলিয়ায় টহল পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় জসিমউদ্দিন নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।

সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- অনিক, নাজমুল ও তালুকদার।

নিহত জসিমউদ্দিন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি মাদারীপুর সদরের মোকছেদের ছেলে। তিনি ২০১৭ সালে আশুলিয়া থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে যোগদান করেছিলেন।

পুলিশ জানায়, ভোরে পুলিশভ্যানটি টহল শেষে আশুলিয়া থানায় ফিরছিল। এসময় রাস্তায় থাকা রড বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগলে ট্রাকে থাকা রড এএসআই জসিমের কপালে ঢুকে যায়। এসময় আহত হন আরো তিন পুলিশ সদস্য। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এএসআই জসিমউদ্দিনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এখন লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এএসআই জসিমউদ্দিনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এখন লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় রডবাহী ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top