উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট আছে? তাহলেই মিলতে পারে বয়ফ্রেন্ড হওয়ার চাকরি। অবাক লাগছে? অবাক হওয়ার মতো হলেও তথ্যটি কিন্তু একেবারেই ভুল নয়। একই সঙ্গে বিকৃত করাও নয়।
মহিলাদের একাকীত্ব দূর করতে ভাড়ায় বয়ফ্রেন্ড দেওয়ার ব্যবস্থা করেছে একটি সংস্থা। মহিলার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সম্পূর্ণ প্রক্রিয়া হবে অনলাইন প্রক্রিয়ায়। রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন। গুগল সার্চে গিয়ে লিখতে হবে ‘রেন্ট অ্যা বিএফ।’
এই ভাড়ায় নেওয়া বয়ফ্রেন্ডদের পারিশ্রমিক কিছু কম নয়। প্রতি ঘণ্টায় কমপক্ষে ৩০০-৪০০ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত।
বয়ফ্রেন্ডের সামাজিক অবস্থানের উপরে নির্ভর করে এই পারিশ্রমিকের অংক। তারকাদের বয়ফ্রেন্ড হিসেবে ভাড়ায় চাইলে খসাতে হবে তিন হাজার টাকা। মডেল চাইলে লাগবে একটা গোলাপী গান্ধীর নোট। আর অতি সাধারণ বয়ফ্রেন্ডের দর তুলনায় খুব কম। মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। উপরের সব পারিশ্রমিকই প্রতি ঘণ্টায়।
তবে ভাড়ার বয়ফ্রেন্ড হতে গেলে রয়েছে একগুচ্ছ শর্তাবলী। সুঠাম চেহারার অধিকারী হতে হবে। তবে পেটানো চেহারা থাকলেই চাকরি পাকা এমন নয়। সভ্য-ভদ্র হওয়াটাও বাঞ্ছনীয়। ভালো কথা বোলার দক্ষতা থাকতে হবে। পুলিশের খাতায় নাম থাকলে চলবে না। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আবেদনের সময় জমা দিতে হবে সেই সার্টিফিকেট।
ভাড়ার বয়ফ্রেন্ডরা অবশ্য ভাড়ার সব টাকা নিজের পকেটস্থ করতে পারবেন না। ভাড়ার ৩০ শতাংশ জমে নেবে পরিচালক সংস্থা। এছাড়াও রয়েছে একগুচ্ছ শর্তাবলী। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ভাড়া করা বয়ফ্রেন্ডের সঙ্গে কোনও পার্টিতে যাওয়া যাবে না। করা যাবে না যৌন সম্পর্ক।
আপাতত মহারাষ্ট্রের মুম্বই এবং পুনে শহরে চালু হয়েছে এই পরিষেবা। পড়ে দেশের অন্য শহরেই এই পরিষেবা বিস্তার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা কৌশল বিকাশ।