শরণখোলায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে। রোববার সকালে এই ঘটনা ঘটে।
ভূক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ ইব্রাহীম আকনের শিশু পুত্র ইউসুফ শাহরিয়া(৪) খেলতে খেলতে সবার অলক্ষ্যে বাড়ির পুকুরে পরে ডুবে যায়। বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরে পুকরে তল্লাশি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সকাল ১০টায় শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শোহান আহমেদ জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।