শ্রীবরদীর উপ-সহকারি প্রকৌশলী সড়ক দুর্ঘটনায় নিহত

শেরপুরের শ্রীবরদী উপজেলা এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী বিপ্লব তালুকদার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব তালুকদার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের তারা তালুকদারের ছেলে। এ ঘটনায় নিহতের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, গত ৭-৮ মাস আগে বিপ্লব তালুকদার শ্রীবরদী উপজেলা প্রকৌশলী অফিসে উপ-সহকারি প্রকৌশলী পদে যোগদান করেন। গত বুধবার বিকালে তিনি কর্মস্থল শ্রীবরদী থেকে বাড়িতে যান। শনিবার বিকেলে বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সায় কর্মস্থলে ফেরার পথে শেরপুরের কুসুমহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন বিপ্লব তালুকদার। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রোববার জেলা সদর হাসপাতাল থেকে নিহতের লাশ বাড়িতে নেয়া হয়। উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, নিহতের লাশ জেলা সদর হাসপাতাল থেকে হস্তান্তর করে তার পরিবারের কাছে নেয়া হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেন তিনি ও তার অফিসের সকল কর্মকর্তা কর্মচারীসহ শুভাকাঙ্খীরা। শেরপুর সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে সদর থানায় ইউডি মামলা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top