ঝিনাইদহে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড় এলাকার ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় ব্যবসায়ীরা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসাপাতাল মর্গে পাঠায়। দুর্বত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে গেছে বলে ধারণা পুলিশের। তবে হত্যার কারণ তারা জানাতে পারেননি।