শুরুতেই মোস্তাফিজের চমক, চাপে নিউজিল্যান্ড দল

নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ম্যাচে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেছে বাংলাদেশ। শুরুতেই উইকেট নেন মোস্তাফিজ। এরপর দ্বিতীয় উইকেটের পতন ঘটিয়েছেন ইবাদত হোসেন। ফলে চাপে পড়ে গেছে স্থানীয় দল। লিঙ্কনে দুই দিনের ম্যাচের দ্বিতীয় দিনে আজ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্থানীয় দল করেছ ২ উইকেটে ৫৭ রান। বৃষ্টির কারণে ম্যাচটি সাবলীলভাবে হতে পারছে না।

ব্যাটিং অনুশীলন ভালোই করলো বাংলাদেশে
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে দুই দিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে রাখে সফরকারী বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম দিন শেষে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৯৬ দশমিক ১ ওভারে ৪১১ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।

লিঙ্কনে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১১৩ রান যোগ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। তামিম ৪৫ রানে আউট হলেও ৬৭ রান করেন সাদমান। এরপর মোমিনুল হক ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ২০ রান করে আউট হন তিনি।

তবে মিডল-অর্ডারের চার ব্যাটসম্যান বড় ইনিংস খেলার চেষ্টা করেন। লিটন দাস, মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান মিরাজ হাফ-সেঞ্চুরি তুলে আহত অবসর নেন। ৪১ রান করে আহত অবসর নেন সৌম্য সরকার। লিটন ৬২, মাহমুদুল্লাহ ৫৯ ও মিরাজ ৫১ রান করেন।
এছাড়া শেষের দিকে, আবু জায়েদ ২৩-তাইজুল ইসলাম ১৪ ও নাইম হাসান ১২ রান করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top