হবিগঞ্জে চরে মাটিচাপায় শ্রমিক নিহত, আহত ৪

হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটি তুলতে গিয়ে মাটির নিচে চাপা পরে জনি মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি মিয়া সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর পুত্র।

গুরুতর আহত অবস্থায় এখলাছ মিয়া ও সুমন মিয়া নামে দুই শ্রমিককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সাহিদ মিয়া জানান, জনি মিয়াসহ ৫/৬ জন শ্রমিক গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটি তুলতে যান। মাটি তুলতে তুলতে গর্তের ভেতরে ঢুকে পড়েন তারা। এক পর্যায়ে উপর থেকে মাটি ধসে পড়লে ওই শ্রমিকরা মাটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই জনি মিয়ার মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: দেবাশীষ রায় জানান, মাটির নিচে চাপা পড়ার কারণে শ্বাস বন্ধ হয়ে জনি মিয়ার মৃত্যু হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top