টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
শনিবার ভোরে কালিহাতী উপজেলার হাতিয়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় দু’জন এবং শুক্রবার রাতে মির্জাপুরে রাস্তা পারাপারের সময় একজনের মৃত্যু ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বঙ্গবন্ধু সেতু পার হয়ে হাতিয়া এলাকায় পৌঁছলে অন্য একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সুশাসনের জন্য নাগরিক-সুজন-এর সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল এবং মাইক্রোবাসের চালক মোশারফ হোসেন মুসা। এ ঘটনায় আহত অন্তত ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে রাখে পুলিশ। সেখান থেকে সৈয়দ শাহজামালের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া শুক্রবার রাতে মির্জাপুরের বাওয়ার কুমারজানি এলাকার সিএনজি স্টেশনের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের চাপায় আব্দুস সামাদ খান (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হন।