সরকারের দায়িত্বহীনতায় অগ্নিকাণ্ড : মির্জা ফখরুল

চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের দায়িত্বহীনতায় এ অগ্নিকাণ্ড ঘটেছে। সরকার ঠিক মতো দায়িত্ব পালন করলে এ দুর্ঘটনা ঘটতো না।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধদের দেখতে যান বিএনপি মহাসচিব। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেয়া হয়নি, তারা শুধু কথাই বলে যাচ্ছে। তাদের কোনও অ্যাকাউন্টিবিলিটি নেই। তাই সব ক্ষেত্রেই তারা খামখেয়ালি আচরণ করছে।

তিনি বলেন, সরকারের মন্ত্রীরা শুধু কথাই বলেন, এখন কাজের কাজটি করেন। তারা ঠিক মতো কাজ করলে এ ধরণের দুর্ঘটনা ঘটতো না।

তিনি বলেন, দল হিসেবে বিএনপি এখন অত্যন্ত প্রতিকূল অবস্থায় আছে। তবুও আমরা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবো। তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো।

এসময় তিনি ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। এসময় মির্জা ফখরুলের সাথে ছিলেন বিএনপির সিনিয়র নেতা এজেডএম জাহিদ হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top