গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশের এক ডোবা থেকে শুক্রবার এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভিক্ষুকের নাম আলা উদ্দিন (৮০)। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া সোনাখালি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির এসআই হারুন-অর রশিদ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় মাওনা-কালিয়াকৈর সড়কের পাশের এক ডোবায় লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের পাশেই তার ব্যবহার্য কাপড় চোপড় ও ছড়ি পড়ে ছিল। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ওই ডোবায় গোসল করতে গিয়ে মারা যান তিনি। নিহত আলা উদ্দিন মাওনা এলাকায় ভিক্ষা করতো।