পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে জেলা পুলিশের সহযোগিতায় ঢাকাস্থ উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হিজড়া উন্নয়ন সংস্থাকে বিনামূল্যে ৪টি গাভী দেয়া হয়েছে।
আজ শুক্রবার এই গাভীগুলো দিয়ে জেলা শহরের মাধব লক্ষিকোল হিজড়া চৈতীর বাড়িতে ‘উত্তরণ ডেইরী ফার্ম’-এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন) হাবিবুর রহমান আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় অংগ্রহণ করেন, জেলা প্রশাসক মো: শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, যুগ্ম কর কমিশন আয়সা সিদ্দিকা সেলি, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।