৯০-এর দশকে তাঁর তৈরি ছবি দেখে বড় হয়েছেন অনেকেই। ‘হাম আপকে হ্যায় কন’ কিংবা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মত ছবি একসময় সাড়া ফেলে দিয়েছিল বড় পর্দায়। চলে গেলেন সেইসব ছবির প্রযোজক রাজকুমার বরজাতিয়া।
বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজকুমার বরজাতিয়া। তাঁর মৃত্যুতে শোকের ছায় বলিউডে।
বছর কয়েক আগেই ‘প্রেম রতন ধন পাও’ ছবিটি বানিয়ে ছিলেন তিনি। তাঁর প্রোডাকশনের নাম ছিল ‘রাজশ্রী’ প্রোডাকশন।
বর্তমানে তাঁর ছেলে সূরয বরজাতিয়া ওই প্রোডাকশন হাউস চালান। এদিন সকালে ‘রাজশ্রী’ প্রোডাকশনের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।
সিনেমা সমালোচক তরন আসদর্শ ট্যুইটারে লিখেছেন, ‘তাঁকে আদর করে ডাকা হত রাজ বাবু… অত্যন্ত নম্র স্বভাবের মানুষ ছিলেন।’
সঙ্গীতশিল্পী অনুপ জলোটা লিখেছেন, ‘ওনার মৃত্যুটা বিশ্বাসই করতে পারছি না।’