স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় এক মাদক ব্যবসায়ী মারা গেছে বলে পুলিশের দাবি।
বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আব্দুর রশিদ ওই মহল্লার আব্দুর রফিকের ছেলে। তার বিরুদ্ধে বিষ্ফোরকসহ ৭টি মামলা রয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানিয়েছেন।
ওসি বলেন, মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন হোমিও মেডিকেল কলেজের মাঠে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে শুনে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি ঠের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছুড়ে; পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। সেখানে আহত অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ১ টি পাইপগান ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।