গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদী থেকে বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩২ বছর বয়সী নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মৌচাক ফাঁড়ির এসআই মোঃ শহীদুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় তুরাগ নদীতে বৃহস্পতিবার এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশটি পঁচে ফুলে গিয়েছিল। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, অন্ততঃ ৫/৬ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি এবং হাতে ঘড়ি ছিল।