ভারতে এসে পাকিস্তানের প্রশংসা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

ভারত সফরে এসে সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। তিনি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইসলামাবাদের ভূমিকা অসামান্য এবং এই যুদ্ধে দেশটি তাদের হাজার হাজার সেনাসদস্য ও বেসামরিক মানুষকে হারিয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরসঙ্গী হিসেবে ভারতে এসে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান যথেষ্ট আন্তরিক কিনা এবং সৌদি আরব এই বিষয়ে কি মনে করে- সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন,‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে এবং তারা যখন সন্ত্রাসী ও উগ্রবাদীদেরকে দমন করতে গেছে তখন ইসলামাবাদ বিশালসংখ্যক সেনা হারিয়েছে। তাই তারা (ইসলামাবাদ) মনে করে যে, সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা মহান আত্মত্যাগ করেছে এবং সন্ত্রাসী ও উগ্রবাদীদেরকে দমন করতে তারা সকলরকম প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে।’

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ দমন করতে বিশ্বের সকল দেশেরই উচিত তাদের সাধ্যমত চেষ্টা করা।

ভারত অধিকৃত কাশ্মিরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও এর জেরে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে প্রশ্ন করা হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জোর দিয়ে বলেন, নয়া দিল্লী-ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, পারস্পারিক দ্বন্দ্বের বিষয়গুলো সমাধানে আলোচনার পথ বেছে নিতে হবে, আর সেটা হলে বেসামরিক মানুষের জীবনকে আমরা নিরাপদ রাখতে পারবো।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘সৌদি আরবের কাছে পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ, পাশাপাশি ভারতও সৌদি আরবের কাছে গুরুত্বপূর্ণ। তাই এই দুই দেশ নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হলে তা আমাদেরকে ব্যথিত করে। আমরা বিশ্বাস করি ভারত-পাকিস্তান একে অপরের বন্ধুত্বপূর্ণ দেশে পরিণত হবে। সৌদি আরব বিশ্বাস করে যে, উপমহাদেশের এই দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব বাকি বিশ্বের জন্য একটি বড় হুমকি।’

কাশ্মিরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ ভারতের কাছে রয়েছে বলে জানানো হলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘নির্দিষ্ট নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে এই সকল তথ্য নয়া দিল্লী পাকিস্তানের সাথে বিনিময় করতে পারে এবং আমি বিশ্বাস করি যে, ভারতের হাতে থাকা প্রমাণ ইসলামাবাদের সাথে বিনিময় করবে।’

পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের আরো বলেন, হামলার বিষয়ে আমরা পাকিস্তানী কতৃপক্ষের সাথে কথা বলেছি এবং এই হামলায় তারা জড়িত নই বলে জানিয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top