পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম খোকন আকন (৩৫)। বৃহস্পতিবার সকালে ভাণ্ডারিয়া-বরিশাল মহাসড়কের ভাণ্ডারিয়া উপজেলার বটতলা চৌরাস্তা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। নিহত খোকন পেশায় একজন রংমিস্ত্রী বলে জানা গেছে।
নিহত খোকনের সহযোগী মোঃ মিরাজ সওদাগর জানান, নিহত রংমিস্ত্রী খোকন ৩ শ্রমিক নিয়ে একটি অটোরিক্সাযোগে রাজাপুরের বড়ইয়া গ্রামের একটি বাড়িতে রংয়ের কাজ করতে যাচ্ছিল। পথে ভাণ্ডারিয়ার বটতলা নামক স্থানে সড়কের পার্শ্বে গাড়িটি দাঁড় করিয়ে শ্রমিক মিরাজ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (মেট্রো-গ ১৭-৬২৯১) অটোরিক্সাকে চাপা দিলে রংমিস্ত্রী খোকন ঘটনাস্থলেই প্রাণ হারান।
এসময় অটোরিক্সা চালক লোকমান এবং শ্রমিক মাসুম বেপারী গুরুতর আহত হয়। আহত লোকমানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খোকনের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়া মহল্লায়। পুলিশ ঘাতক প্রাইভেট কারটিকে আটক করতে সক্ষম হলেও গাড়িচালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।