চীন সীমান্তের কাছে হিমাচল প্রদেশে ভয়াবহ তুষারধসে নিখোঁজ হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর ৫ সৈন্য। তাদের খুঁজতেই ২৫০ জন সেনা নামানো হলো হিমাচল প্রদেশের কিন্নৌরে। সেনাবাহিনীর সদস্যরা ছাড়াও উদ্ধারকারী দলে রয়েছ প্যারা মিলিটারির সৈন্যরা।
বুধবার ইতিমধ্যে একজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। ওদিন ভারত–চীন সীমান্তের সিপ কি লা সেক্টরে টহল দিচ্ছিল ১৬ জন জওয়ানের একটি দল। দু’টি পৃথক দলে বিভক্ত হয়ে টহলদারির কাজ চালাচ্ছে ওই সৈন্যরা। কিন্তু সকাল ১১টা নাগাদ আচমকাই ডোগরি নালার নামগ্যা এলাকায় তুষারধসের কবলে পড়ে জওয়ানদের দলটি। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পাঁচজন এখনো নিখোঁজ। এর মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক সৈন্যের।
ভারতীয় সেনবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। তার মধ্যেও সহকর্মীদের খোঁজার কাজ চালাচ্ছে জওয়ানরা। পুরু বরফ নিচে আটকে পড়া জওয়ানদের খুঁজতে ব্যবহার করা হচ্ছে বিশেষ যন্ত্রের। এক সেনা কর্মকর্তা জানান, একজন সেনা নিখোঁজ থাকলেও তল্লাশি অভিযান চলবে।