স্টাফ রিপোর্টার : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী আয়োজনে মহান শহীদ দিবস পালন করেছে শিশুরা।
ময়মনসিংহের ধোবাউড়ায় ভিন্নভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রত্যন্ত এলাকার শিশুরা। প্রত্যন্ত অঞ্চলে শহীদ মিনার নেই, তাই বলে কি শহীদদের শ্রদ্ধা জানাতে পারবেনা সেইসব এলাকার শিশুরা ? তা কি হয় ?
তাইতো কলাগাছের শহীদ মিনার তৈরী করে জাতীয় পতাকা উত্তোলন করে, ভাষার গান বাঁজিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া গ্রামের শিশুরা। ২১শের প্রভাত ফেরিতে কলা গাছের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা শেষে সকলে একত্রিত হয়ে নিজেরা রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। ভাষা শহীদদের প্রতি শিশুদের এমন ভালবাসা দেখে বিমুগ্ধ এলাকাবাসী।