গাজীপুরে ৩শ’ ক্যান বিয়ারসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর নাম মরিয়ম বেগম (৩০)। সে বরিশাল জেলার মুলাদী থানার দক্ষিন লক্ষীপুর গ্রামের মোঃ ফয়সাল হাওলাদারের স্ত্রী।
র্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন দক্ষিণ পালেরপাড়া এলাকায় বুধবার বিকেলে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে জনৈক হযরত পালোয়ানের বাড়ির ভাড়াটিয়া মরিয়ম বেগমের ঘরে অভিযান চালায়। এসময় ওই ঘরের খাটের নীচ থেকে ৩শ’ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার এবং এ ঘটনায় জড়িত মরিয়ম বেগমকে আটক করা হয়।
ওই কর্মকর্তা আরো জানান, মরিয়ম দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।