সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল সংলগ্ন স্থানে বুধবার মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম ওয়ালি আল তাহসিন (১৮)। তিনি সাভারের মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং সাভার সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আব্দুল কাদেরের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভার ক্যান্ট. বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী তাহসিনকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় তাকে আশুলিয়ার ডেন্ডাবরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাছির আহমদ জানান, কলেজ ছাত্র তাহসিন সড়ক দুর্ঘনায় গুরুতর আহত হলে কিছু সময় চিকিৎসা শেষে সকাল ১০টার তার মৃত্যু হয়।