পুলওয়ামা ঘটনার জেরে পাকিস্তান-ভারত সীমান্তে আবারো গোলাগুলি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার ভারতের গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের বক্তব্যের পরে মঙ্গলবার সন্ধ্যা ৫.৩০টায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে নৌসেরা সেক্টরে হামলা চালাতে শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। গুলির পাশাপাশি তারা মর্টার শেলও ছোড়ে। ভারতও এর জবাবে ভারী গোলাবর্ষণ করে।
দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা এ লড়াই চলে। ৬.২০ নাগাদ এ গোলাগুলি বন্ধ হয়। এ ঘটনায় কোনো পক্ষ থেকেই হতাহতের বা অন্যান্য ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে বা পাকিস্তানের গণমাধ্যমে কোনো কিছু জানা যায়নি।