যশোরে কথিত বন্দুকযুদ্ধে ইবাদত হোসেন বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শার্শা উপজেলার উলাসী গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ আজ বুধবার ভোরে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান। এ সময় ঘটনাস্থল থেকে গাঁজা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
নিহত বাবু যশোর শহরের শষ্টিতলা এলাকার বাচ্চু ড্রাইভারের ছেলে। সকালে নিহতের ভাই সবুজ ও সাগর হাসপাতালের মর্গে লাশের পরিচয় নিশ্চিত করেন।
এদিকে পুলিশের দাবি, দুই দল মাদক চোরাকারবারির মধ্যে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুঁচেমোড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়া দুই কেজি গাঁজা, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, অস্ত্রসহ ১৯টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।