জুনির ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, তাতে কি না সানি লিওনি! এমনই খবরই ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়৷ আর তা দেখে অনেকেই হয়তো মনে করতে শুরু করেছিলেন ইনিই কি বলিউডের সানি লিওনি? এই ধোঁয়াশা অবশ্য কেটে যায় কিছুক্ষণ পরেই৷
হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিহারের পাবলিক হেলথ্ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হয়৷ যার মেধা তালিকাও প্রকাশ করে হয়৷ আর তাতেই দেখা যায় প্রথম স্থানে নাম রয়েছে সানি লিওনির৷