পাথরঘাটায় আগুনে রিকশাচালকের বসতঘর পুড়ে ছাই

বরগুনার পাথরঘাটায় রিকশাচালক মো: বাদল হাওলাদারের ঘর রহস্যজনক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরে কোনো লোক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদশী মো: কেরামত আলী হাওলাদার জানান, ‘বিকালে হঠাৎ ঘরে আগুন জ¦লতে দেখে আতঙ্কিত হয়ে যাই। এরপর চিৎকার দিলে লোকজন ছুটে এসে নিভানোর চেষ্টা করেলেও সম্ভব হয়নি। প্রায় আড়াই ঘন্টা আগুন জ¦লেছে। এসময় আমরা কেউ ঘরের কাছে যেতে পারিনি। ঘরের কোনো কিছু রক্ষা করা সম্ভব হয়নি।’

ঘরের মালিক বাদল হাওলাদার জানান, ‘আমার সব শেষ হয়ে গেল। আমার সন্দেহ হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে আমার ঘরে কেউ আগুন দিয়েছে। আমার স্ত্রী-সন্তান ওই সময় বাড়ি ছিল না। আর আমি বাড়ির কাজের জন্য পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়ীয়ায় যাই। পরে সেখানে বসে ঘরে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। কিন্তু ততক্ষণে আমার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।’

ঘরে রাখা স্বর্ণ, ধান-চালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি।

পাথরঘাটা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল আলম তালুকদার জানান, ‘বাদল দিনমজুরীর কাজ করে সংসার চালান। সন্দেহ হচ্ছে ঘরের পাশে ধানের খড়-কুটা থেকে আগুন লেগেছে। তার সম্বল যতটুকু ছিল সব পুড়ে যাওয়ায় এখন সে নিঃস্ব।’

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: হুমায়ুন কবির জানান, ‘আমরা খোঁজ-খবর নিয়েছি। এ ব্যাপারে মৌখিক রিপোর্টও নিয়েছি। আগামীকাল লিখিত রিপোর্ট হবে। যতটুকু সম্ভব জেলা প্রশাসকের পক্ষ থেকে সাহায্য পাঠাবে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top