বেচারা মোস্তাফিজ! আরেকটু হলে সেঞ্চুরিই হয়ে যেত তার। ব্যাটসম্যান মোস্তাফিজের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে বোলার মোস্তাফিজের কথা।
ডুনেডিনে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজকে আরেকটু হলে সেঞ্চুরিয়ান বানিয়ে ফেলছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। নিজের দশ ওভারে তিনি দিয়েছেন ৯৩ রান। প্রায় সব কিউই ব্যাটসম্যানই তাকে মেরে খেলেছে।
ফলে তার ইকোনোমি রেট গিয়ে দাঁড়ায় ওভারপ্রতি নয় দশমিক তিন। নিশাম ও ল্যাথামের উইকেট দুটি পেয়েছেন তিনি। কিন্তু তার জন্য যে রান দিয়েছেন টাইগার এই বোলার তাতে নিউজিল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়িয়েছে ছয় উইকেটে ৩৩০।
ফলে মোস্তাফিজ নিজের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ ওয়ানডে খেলেছেন ডুনেডিনে, তা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে।
এদিকে মোস্তাফিজের মতো না হলেও বেশ রান দিয়েছেন রুবেল হোসেনও। নয় ওভার বল করে এক উইকেট নিয়ে রান দিয়েছেন ৬৪। অন্যদিকে নিজের কোটার পুরো ওভার করে ৫১ রানে এক উইকেট নিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। মাহমুদুল্লাহ দুই ওভার করেই রান দিয়েছেন ২৮।
সবচেয়ে ভালো বোলিং করেছেন সাইফুদ্দিন। ১০ ওভার বল করে এক উইকেট নিয়েছেন ৪৮ রান দিয়ে।
নিউজিল্যান্ডের পক্ষে টেইলর ৬৯, হেনরি নিকলস ৬৪, ক্যাপ্টেন লাথাম ৫৯ এবং নিশাম ও গ্র্যান্ডহোমে ৩৭ রান করেন। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে তাদের রান গিয়ে দাঁড়ায় ছয় উইকেটের বিনিময়ে ৩৩০-এ।