নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তামিম ইকবাল আর সৌম্য সরকার উভয়ে ০ রানে বিদায় নিয়েছেন। উভয়ে নিজেদের দ্বিতীয় বলেই বিদায় নিয়েছেন। ফলে চ্যালেঞ্জ মোকাবিলায় শুরুতেই বেকায়দায় পড়ে গেছে বাংলাদেশ। এখন ব্যাট করছেন লিটন দাস আর মুশফিকুর রহীম।
উল্লেখ্য, আগের দুই ম্যাচেও বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।