রাশেদুজ্জামান রনি,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘সর্বস্তরে মাতৃভাষা ব্যবহারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, প্রধান আলোচক হিসেবে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, স্বাগত বক্তব্য প্রদান করেন সাংবাদিক সমিতির উপদেষ্টা মো.মেহেদী জামান লিজন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাহাবউদ্দিন বাদল, শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রফিকুল আমিন, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী অাহসান উল্লাহ রাসেল , বঙ্গবন্ধু নীলদলের সভাপতি ড. সিদ্ধার্থ দে,প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, উপ-পরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশেদুল আলম মজিব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা সজীব আহমেদ সহ সাংবাদিক সমিতির সদস্যগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি বদরুল আলম বিপুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি ও সদস্য নাইমুল হাসান রাহাত। অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দৃশ্যায়ন করা হয়। এরপরই ভাষা শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়।