রাশেদুজ্জামান রনি, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮- ১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি হওয়া গাজীপুর জেলা হতে আগাত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের পপুলেশন সাইন্স বিভাগে নবীনদের বরণ, স্বাগত বক্তব্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রতি বারের মতই উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজিব হায়দার সাদিম এর অনুদানে ২ জনকে মেধা বৃত্তি এবং দুইজনকে লটারির মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাখাওয়াত হোসাইন সরকার , আরো বক্তব্য রাখেন পপুলেশন সায়েন্স বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ। পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা যেন পড়ালেখায় মনোযোগী হয় এই ব্যাপারে মুল্যবান বক্তব্য রেখেছেন রাজিব হায়দার সাদিম।