ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে ২২ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে ইসরাইলী সেনাবাহিনী জানায়, সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে কী ধরনের সন্ত্রাসী কার্যক্রমে তারা জড়িত ছিল, সে ব্যাপারে তারা কিছু জানায়নি।
ইসরাইলী সেনাবাহিনী মাঝে মধ্যেই অধিকৃত পশ্চিম তীর ও জেরুসালেমে ‘ওয়ান্টেড’ ফিলিস্তিনিদের ধরতে অভিযান চালায়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে ছয় সহস্রাধিক ফিলিস্তিনি বন্দি আছেন, তাদের মধ্যে নারী শিশু, পার্লামেন্ট সদস্যও রয়েছেন।
সূত্র : আলজাজিরা