সাজ্জাতুল ইসলাম সাজ্জাত : ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তফা (৪০) নামে স্থানীয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ময়মনসিংহ-ভৈরব রেলপথে গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোস্তফা ভবানীপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, মোস্তফা একজন মানসিক বিকারগ্রস্থ ব্যক্তি ছিলেন। এলাকায় তিনি উন্মাদের মত ঘুরাফেরা করতেন। ওইদিন সকালে গৌরীপুর জংশন থেকে ছেড়ে আসা ভৈরবগামী ঈসাখাঁ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু ঘটে।
গৌরীপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উবায়েদ ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলটি কিশোরগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় ওই থানার পুলিশকে অবগত করেছেন তিনি।