নিজস্ব সংবাদদাতা : গৌরিপুরে সিএনজি ও ইঞ্জিন চালিত ট্রলির সংঘর্ষে সালমা খাতুন (৫৫) নামে এক যাত্রী নিহত এবং দুই জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার উচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, নেত্রকোনার মদনপুর হতে আসা একটি যাত্রীবাহী সিএনজি শাহগঞ্জ এলে বিপরীত দিক হতে আসা ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে সাথে সাথেই একজন মারা যান এবং দুজন গুরুতর আহত হন। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া গ্রামে।
গৌরিপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দূর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।