নবাবগঞ্জে প্রতিপক্ষের ছুরির আঘাতে নিহত ১

দিনাজপুরের নবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো ছুরির আঘাতে আব্দুল আজিজ ওরফে বাহাদুর (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করেছে পুলিশ।  সোমবার সকালে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে আব্দুল আজিজের সঙ্গে তার এক প্রতিবেশীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকালে বিবাদমান ওই জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল রিপোর্ট করে থানায় নিয়ে আসা হয়। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা অফিসার ইনচার্জ জানান।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে অভিযুক্তদের আটক করে পুলিশে দিয়েছে বলে জানিয়েছে। ন্যায় বিচারের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top