আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোয়াইনঘাট বরাবরে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল। আওয়ামী লীগের দলীয় টিকেট না পাওয়ায় নির্বাচনে লড়তে বিদ্রোহী প্রার্থীর তালিকায় আবারো নাম দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, আরেক প্রবাসী আওয়ামীগ নেতা গোলাপ মিয়া ও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশ না নেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুল হক খোকন, উপজেলা বিএনপির সেক্রেটারি শাহ আলম স্বপন।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ছয়জন প্রার্থী। তারা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ, এমসি কলেজ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদল নেতা সালেহ আহমদ, যুবলীগ নেতা হীরক দেব, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভুইয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, যুবলীগ নেত্রী পদ্মা দেবী এবং সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম বীনা।